logo

ভিডিও সিভি

ভিডিও সিভি হচ্ছে চাকরিপ্রার্থী তার নিজের সম্পর্কে কিছু বিষয় ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করে; যেখানে জবলিষ্টি কর্তৃক নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে চাকরিপ্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা সুন্দর এবং সাবলীলভাবে নিয়োগকর্তার কাছে উপস্থাপন করতে পারবেন। জবলিষ্টি এর এই লেটেস্ট ফিচারের মাধ্যমে নিয়োগকর্তার কাছে চাকরিপ্রার্থীর নির্বাচিত হবার সম্ভাবনা বাড়বে।

topRightImg
ভিডিও সিভি এবং ভিডিও ইন্টারভিউ এর মধ্যে পার্থক্য
ভিডিও সিভি ভিডিও ইন্টারভিউ
প্রশ্ন নির্ধারণকারী বিডিজবস এই প্রশ্নগুলো নির্ধারণ করে নিয়োগকর্তা প্রশ্নগুলো নির্ধারণ করেন
প্রশ্নের ধরন সকল চাকরিপ্রার্থীর জন্য অভিন্ন প্রশ্ন প্রশ্নগুলো চাকরির ধরনের উপর নির্ভর করে
কারা দেখতে পারবে সকল নিয়োগকর্তা আপনার ভিডিও সিভি দেখতে পারবেন শুধুমাত্র ভিডিও ইন্টারভিউ ইনভাইটেশন পাঠানো নিয়োগকর্তারা দেখতে পারবেন
কতদিন দেখা যাবে ভিডিও সিভি সবসময় দেখা যাবে ভিডিও সাবমিট করার ডেডলাইনের পর থেকে ৩ মাস পর্যন্ত নিয়োগকর্তারা ভিডিও ইন্টারভিউ দেখতে পারবেন
ভিডিও আপডেট যেকোন সময় ভিডিও আপডেট করা যাবে ভিডিও আপডেট করার নিয়মাবলী নিয়োগকর্তা নির্ধারণ করেন
vrBenifit

ভিডিও সিভির সুবিধা

  • ভিডিও সিভির মাধ্যমে নিজেকে ভিজ্যুয়ালি উপস্থাপন করা যায় যা ট্র্যাডিশনাল সিভিতে সম্ভব নয়।
  • স্বল্প সময়ে সুনির্দিষ্টভাবে স্কিলগুলো তুলে ধরা যায়।
  • ভিডিও সিভির মাধ্যমে নিয়োগকর্তার কাছে চাকরিপ্রার্থীর প্রেজেন্টেশন বা উপস্থাপন স্কিল, ল্যাংগুয়েজ স্কিল এবং কমিউনিকেশন স্কিল প্রকাশ পায়।
  • ব্যক্তিত্বকে সঠিকভাবে তুলে ধরা যায়।
  • ভিডিও সিভি দেখে নিয়োগকর্তা খুব সহজে আপনাকে মূল্যায়ন করতে পারবেন।

ভিডিও সিভির টিপস

  • ভিডিও রেকর্ডিং এর জন্য একটি ভাল পরিবেশ বা ব্যাকগ্রাউন্ড বেছে নিন।
  • আপনি যে ডিভাইসের মাধ্যমে ভিডিও রেকর্ড করবেন(ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মোবাইল) সেই ডিভাইসে পর্যাপ্ত চার্জ আছে কিনা, অডিও / ভিডিও ঠিকমত কাজ করছে কিনা অথবা ক্রোম ব্রাউজার ঠিকমত কাজ করছে কিনা চেক করে নিন।
  • ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা (ওয়াইফাই, ব্রডব্যান্ড) চেক করুন।
  • রেকর্ডিং এর সময় অবশ্যই ফরমাল এবং মানানসই পোশাক পড়ুন।
  • প্রয়োজনে, স্ক্রিপ্ট তৈরি করুন এবং অবশ্যই ক্যামেরার দিকে চোখ রেখে ভিডিও রেকর্ড করুন।
vrTips
Video Tutorial ভিডিও টিউটোরিয়াল

ভিডিও সিভি এর সকল ফিচার আরও ভালভাবে বুঝতে ভিডিও টিউটোরিয়ালের সব গুলো ভিডিও দেখুন।